আপডেট : ০৪ October ২০১৮
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ২০১৮ (বিআইটিএফ-১৮)। এটি চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ টাকা প্রবেশ ফি দিয়ে দর্শনার্থী এবং আগ্রহীরা মেলায় প্রবেশ করতে পারবেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি)। জাতীয় প্রেস ক্লাবে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিআইটিএফের প্রধান নির্বাহী রেজাউল একরাম বলেন, বাংলাদেশে অষ্টমবারের মতো নিরবচ্ছিন্নভাবে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হবে আজ বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় মিনিস্ট্রি অব সিভিল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজমের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান এ মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া মেলায় দেশ-বিদেশের বিভিন্ন ট্যুরিজম ও হসপিটালিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ ট্যুরিজম বিশেষজ্ঞ ও ব্যক্তিরা অংশ নেবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পর্যটনবিষয়ক তথ্যাবলি উপস্থাপনাসহ মেলা উপলক্ষে ভ্রমণ টিকেটে মূল্য ছাড় দেবে। মেলায় দেশের পর্যটন শিল্পে উন্নয়নের স্বার্থে বিশেষ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন টিআইডিএবির চেয়ারম্যান সৈয়দ হাবিব আলী, টিআরআইবি প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১