আপডেট : ০৪ October ২০১৮
মেঘমালা, কঙ্কাবতী ও চম্পাবতী তিন বোন। বাবা ছিলেন সরকারি কলেজের অধ্যাপক। ইংরেজি ডিগ্রি পরীক্ষার দিন বাবা মারা যাওয়ায় পরীক্ষা দেওয়া হয়নি মেঘমালার। দ্বিতীয়বার টাইফয়েড জ্বরের কারণে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি মেঘমালা। তাই আর পড়ালেখা শেষ করা হয়নি তার। মা একটা স্কুলের অঙ্কের শিক্ষিকা। মায়ের উপার্জনে তাদের সংসার চলে। সংসার ও ছোট দুই বোনের দেখাশোনা করতে করতেই মেঘমালার বিয়ের বয়স অনেকটা পেরিয়ে গেছে। মফস্বলে পা খোঁড়া একটা কালো মেয়ের বিয়ে হওয়া তো এত সহজ বিষয় নয়। কিন্তু তা সত্ত্বেও মানবতার খাতিরে মেঘমালার জন্য অনেক বিয়ের প্রস্তাব আসে। মেঘমালার মোটামুটি মুখস্থ হয়ে গেছে বরপক্ষ এলে তাদের সামনে কী বলতে হবে। তাই প্রতিবারই বরপক্ষ আসার আগে সে নিজে নিজেই আয়নার সামনে প্র্যাকটিস করে। এমনই গল্পের নাটক ‘মেঘমালা’। রচনা করেছেন জহির করিম। পরিচালনা করেছেন আদিত্য জনি। নাটকটিতে মেঘমালা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এতে আরো অভিনয় করেছেন তানভীর, কল্যাণ, পাভেল ইসলাম, শিল্পী সরকার অপু, রিমি করিম, রেশমী, মনিষা প্রমুখ। আজ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১