আপডেট : ০৪ October ২০১৮
বলিউডে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে। তাদের যোধপুর সফরকে কেন্দ্র করেই এ গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, তাদের বিয়ের স্থান নির্বাচন করতে যোধপুর গেছেন প্রিয়াঙ্কা ও নিক। এমনটাই জানা গেছে ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, প্রকৃত ব্যাপারটি তা নয়। আসল ঘটনা হলো, প্রিয়াঙ্কা চোপড়ার বন্ধু তামান্না দত্তের স্বামীর জন্মদিনের পার্টিতে অংশ নিতে যোধপুর গেছেন তারা। যোধপুরের বিখ্যাত মেহরনগড় দুর্গে উদযাপিত হয়েছে তামান্না দত্তের স্বামী সুদীপ দত্তের জন্মদিন। জন্মদিন উদযাপনের একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির ক্যাপশনে সুদীপকে ‘মহারাজা’ উল্লেখ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘একসঙ্গে সময় কাটাতে পেরে অনেক খুশি! সব সময় কামনা করি, জীবনের সেরাটা হোক। সারা রাত হাসো আর নাচো!’ জানা গেছে, জন্মদিন উদযাপন শেষে ওইদিন দুপুরে মুম্বাই ফিরে যান প্রিয়াঙ্কা ও তার বাগদত্তা। এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ব্যস্ত রয়েছেন সোনালি বোসের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবি নিয়ে। মোটিবেশনাল স্পিকার আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি, যিনি মাত্র ১৩ বছর বয়সে ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মাত্র ১৯ বছর বয়সে মারা যান তিনি। ছবিতে তার জীবন সংগ্রামই তুলে ধরেছেন পরিচালক। রোনি স্ক্রুইবালা ও সিদ্ধার্থ রায় কাপুর প্রযোজিত এ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে জাইরার মায়ের ভূমিকায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১