আপডেট : ০৩ October ২০১৮
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নয়াকান্দির তুরুর বাজারে প্রভাবশালীর জমি দখল করে তোলা দেয়াল ভেঙ্গে দিয়েছে স্থানীয় প্রশাসন। আজ বুধবার সকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান নেতৃত্বে একটি দল ওই বাজারে যান। পরে তিনি নিজে উপস্থিত থেকে দেয়ালটি ভেঙ্গে ফেলেন। এতে ১০টি পরিবার অবরুদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেলেন। এছাড়া ৬১টি পরবিার ও ব্যবসায়ীরা ভোগান্তির হাত থেকে বেঁচে গেলেন। ভোগান্তিতে পড়া আলোমতি বিশ্বাস (৫৫), আরতি বিশ্বাস (৫০), শাহজাহান ব্যাপরী (৬০) জানিয়েছেন, দীর্ঘ ৬ মাস আমরা চরম ভোগান্তির মধ্যে ছিলাম। উচুঁ দেয়াল ডিঙ্গিয়ে আমাদের যাতায়াত করতে হতো। আমাদের শিশুদেরও এভাবে স্কুলে যেতে হতো। আজ বুধবার প্রশাসন থেকে দেয়ালটি ভেঙ্গে দেয়ায় আমরা চরম ভোগান্তি থেকে রক্ষা পেলাম। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাহফুজুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো থেকে এ ব্যাপারে আবেদন করা হয়েছিলো। মানবিক বিষয়টি বিবেচনা করে দেয়ালটি ভেঙ্গে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে স্থায়ী সমাধান করা হবে। প্রসঙ্গত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার করফা গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী নুর ইসলাম শেখ কোটালীপাড়া উপজেলার নয়াকান্দির তরুর বাজারে ব্যক্তিগত জমিসহ সরকারী জমি দখল করে দীর্ঘ দেয়াল তুলে দেন। এতে স্কুল শিক্ষার্থীসহ ৬১টি পরিবার ও ব্যবসায়ীরা পড়েন ভোগান্তিতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১