বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংগৃহীত ছবি


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৮ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট।  আজ বুধবার খালেদা জিয়ার আইনজীবীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

 কই সঙ্গে আদালত তিন কার্যদিবসের মধ্যে আপিলকারীপক্ষের (খালেদা জিয়ার) আইনজীবীদের আপিলের ওপর শুনানি শেষ করতে বলে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।

এ দিকে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামীকাল বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিট করেন; যার ওপর গতকাল মঙ্গলবার ও আজ বুধবার শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মোখলেছুর রহমান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের পাঁচ মাসের মাথায় ১২ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১