আপডেট : ০৩ October ২০১৮
চলতি বছর রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন ও একজন ব্রিটিশ বিজ্ঞানী। তারা হচ্ছেন- ফ্রান্সিস এইচ আর্নল্ড, জর্জ পি স্মিথ ও স্যার গ্রেগরি পি উইন্টার। আজ বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স এই পুরস্কার ঘোষণা করে। প্রাণিদেহের রসায়নঘটিত সমস্যা সমাধানে বিবর্তনের ক্ষমতা ব্যবহার করে প্রোটিন উন্নয়নে কাজ করার স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়। এই তিন বিজ্ঞানীর গবেষণা নতুন ওষুধ তৈরি ও সবুজ জ্বালানি তৈরিতে অবদান রাখবে। রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, তারা তিনজন মিলে পুরস্কারের অর্থমূল্য ৯০ লাখ সুইডিশ ক্রোনার (সাত লাখ ৭০ হাজার ডলার) ভাগাভাগি করে নেবেন। এর মধ্যে এনজাইমের বিবর্তন নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ফ্রান্সেস এইচ আরনল্ড অর্ধেক এবং অ্যান্টিবডি ও পেপটাইডের ধাপ প্রদর্শন করার জন্য যৌথভাবে বাকি অর্ধেক পুরস্কারের জন্য স্যার গ্রেগরি পি উইন্টার ও জর্জ পি স্মিথের নাম ঘোষণা করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এর আগে সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান জেমস অ্যালিসন ও তাসুকু হোনজো। ক্যানসারের প্রতিরোধী ব্যবস্থা আবিষ্কারের জন্য তারা যৌথভাবে এই পুরস্কার পান। আর লেজার ফিজিক্সে অবদানের জন্য এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন আর্থার আসকিন, জেরার্ড মৌরো ও ডোনা স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার তাদের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে আগামী শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। আর সোমবার দেয়া হবে অর্থনীতিতে নোবেল পুরস্কার। তবে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১