বাংলাদেশের খবর

আপডেট : ০৩ October ২০১৮

লেজারের প্রায়োগিক গবেষণায় তিন বিজ্ঞানীর নোবেল জয়

পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী ছবি : ইন্টারনেট


লেজারের প্রায়োগিক ব্যবহারের গবেষণায় যুগান্তকারী উদ্ভাবনের জন্য চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী। গতকাল মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই পুরস্কার জয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জেরার্ড ম্যুরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ডের নাম ঘোষণা করে।

ঘোষণায় জানানো হয়, নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার মধ্যে আশকিন পাবেন অর্ধেক। বাকি অর্ধেক ম্যুরো ও স্ট্রিকল্যান্ড ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সুইডিশ একাডেমি জানিয়েছে, ভাইরাসের মতো ক্ষুদ্র কণাকে কোনো ক্ষতি না করেই ধরার জন্য সূক্ষ্ম লেজার যন্ত্র ‘অপটিক্যাল টুইজার্স’ আবিষ্কার করেছেন আশকিন। স্ট্রিকল্যান্ড এবং ম্যুরো ছোট ও তীব্র ‘লেজার পালস’ তৈরি করেছেন, যা শিল্প ও চিকিৎসা খাতে ব্যবহার করা যাবে। বিবিসি বলছে, ড. আশকিনের উদ্ভাবন বায়োলজিক্যাল সিস্টেম গবেষণায় ব্যবহার করা হয়। অন্যদিকে জেরার্ড ম্যুরো ও ডোনা স্ট্রিকল্যান্ড যে উচ্চ তীব্রতা ও অতি ক্ষুদ্র লেজার পালস তৈরির উপায় উদ্ভাবন করেছেন তা চোখের লেজার সার্জারির মতো সূক্ষ্ম কাজ করতে পারে।

গত বছর মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান রেইনার ওয়েইজ, কিপ থ্রোন ও ব্যারি বরিশ।

এদিকে এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে ৫৫ বছরের রেকর্ড ভেঙেছেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। এই বিভাগে তৃতীয় নারী হিসেবে নোবেল জিতলেন তিনি। এর আগে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি। সবশেষ ১৯৬৩ সালে জার্মান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মারিয়্য গ্যোপের্ট-মায়ার দ্বিতীয় নারী হিসেবে পদার্থে নোবেল পান।

প্রসঙ্গত, গত সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের নোবেল পুরস্কারের ঘোষণা। ওইদিন ক্যানসারের চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন থেরাপি আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজোর নাম নোবেল জয়ী হিসেবে ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১