আপডেট : ০৩ October ২০১৮
চিপসেট বিক্রির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড পরিমাণ মুনাফার মুখ দেখতে যাচ্ছে স্যামসাং। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে প্রতিষ্ঠানটির আয়ের বিষয়ে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানাবে প্রতিষ্ঠানটি। তবে এরই মধ্যে সম্ভাব্য আয়ের পরিমাণ প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, স্যামসাংয়ের পরিচালন মুনাফার পরিমাণ ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার হতে পারে। এ ছাড়া ৩ দশমিক ৭ শতাংশ আয় বৃদ্ধির সম্ভাবনার কথাও বলছেন বাজার বিশ্লেষকরা। চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম স্যামসাং। স্মার্টফোন ছাড়াও ডাটা সেন্টারের জন্য প্রয়োজনীয় চিপ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এ বছরের তৃতীয় প্রান্তিকে চিপ বিক্রির পরিমাণ ছিল তুলনামূলক বেশি। এর প্রভাব পড়ছে প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণেও। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা বেড়েছিল ৬ শতাংশ। গ্যালাক্সি এস৯ ফ্ল্যাগশিপের আশানুরূপ বিক্রি না হওয়ায় সেবার আয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। চিপ ব্যবসায় সাফল্যের কারণে সার্বিকভাবে আয় বাড়লেও শুধু স্মার্টফোন থেকে এ প্রান্তিকেও আয়ের পরিমাণ কমতে পারে। এর আগের দুই প্রান্তিকেও স্মার্টফোন ব্যবসায় আয়ের পরিমাণ কমেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১