আপডেট : ০৩ October ২০১৮
দেশের মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারোপযোগী মোবাইল ফোন ব্যবহার করেন। তবে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ১৩ শতাংশ মানুষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পলিসিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার ‘আইসিটি অ্যাকসেস অ্যান্ড ইউজ ইন এশিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবেদনটির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী হিলানি গালপায়া। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৭ সালের শেষভাগে সম্পন্ন করা জরিপের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে থাকা বিভিন্ন তথ্য নির্ভুল বলেও দাবি করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ থেকে ৬৫ বছর বয়সী ১৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া সবশেষ তথ্য অনুসারে দেশের প্রায় ৫৬ দশমিক ৫৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তথ্যের এ বড় পার্থক্যের বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত থাকা বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামাল জানান, ৯০ দিন সময়ের মধ্যে একবার ইন্টারনেট ব্যবহার করেছেন, এমন গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে গণ্য করে বিটিআরসি মোট গ্রাহক হিসাব করে থাকে। এ কারণে ব্যবহারকারীর সংখ্যাও বেশি হয় বলে জানান তিনি। এ প্রতিবেদন তৈরিতে ৪০ জেলার ১০০ ওয়ার্ড ও গ্রামের দুই হাজার পরিবার ও ব্যক্তির ওপর জরিপ চালানো হয়, যা উদ্দিষ্ট জনসংখ্যার ৯৫ ভাগের প্রতিনিধিত্ব করে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এখানে ত্রুটির পরিমাণ ধরা হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। লার্ন এশিয়া গবেষণা পরিচালনা করেছে- এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী নারী-পুরুষের মধ্যে বৈষম্য সবচেয়ে বেশি বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া শহরের তুলনায় গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪২ শতাংশ কম বলেও উল্লেখ রয়েছে প্রতিবেদনে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহাতাব উদ্দিন আহমেদ এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১