আপডেট : ০২ October ২০১৮
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা মোকাবেলায় তাৎক্ষণিক সাড়া ও সহায়তা প্রদান বিষয়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার। সকাল ১০টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমকর্মী ও এএসএফ’র মাঠ পর্যায়ের কর্মীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করে এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ)। সভায় প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পেনি মরটন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বহুমুখী কর্মসূচির প্রকল্প পরিচালক আবুল হোসেন। কে এম আবদুস সালাম বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সম্পর্ক রেখে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করলে তা আরো ফলপ্রসূ হবে। একই সঙ্গে এ জাতীয় প্রকল্পে আর্থিক বরাদ্দ ও সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়ান হাইকমিশকে আহ্বান জানান তিনি। এসিড সন্ত্রাসের শিকারদের অধিকার বাস্তবায়নে কাজ করা এএসএফের ১৯ বছরের পথচলায় অভিনন্দন জানিয়ে পেনি মরটন বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অপরাধ শুধু ব্যক্তির ওপর নয়, সমজা ও রাষ্ট্রের ওপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে এসিডদগ্ধদের লড়াইকে ইতিবাচক আখ্যায়িত করে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার বলেন, এই সংগ্রামের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।
এএসএফের বোর্ড অফ ট্রাস্টি অ্যাডভোকেট ইউ এম হাবিবুন্নেসার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ। অনুষ্ঠানে বিষয়বস্তুকেন্দ্রিক তথ্য-উপাত্ত উপস্থাপন করেন এএসএফের প্রোগ্রাম ম্যানেজার আফরিনা বিনতে আশরাফ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১