বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৮

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার ভাস্কর্য ভাঙচুরে মামলা

পীরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেগম রোকেয়ার ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামলা ছবি : বাংলাদেশের খবর


রংপুর পীরগঞ্জের মকিমপুর গ্রামে ভাস্কর অনিক রেজার গ্রামের বাড়ীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বেগম রোকেয়ার ভাস্কর্য ক্ষতিগ্রস্থ হওয়ায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের।

গত শুক্রবার ভোর রাতে তার বাড়ির সম্মুখভাগে বেগম রোকেয়ার ভাস্কর্য ভাঙ্গা দেখতে পেয়ে তিনি রবিবার পীরগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরবর্তীতে মামলা হয়।

সারেজমিন সোমবার রাতে স্থানীয়দের সাথে কথা বলে জনা যায়, জানা গেছে ভাস্কর অনিক রেজা দীর্ঘদিন থেকে গ্রামের বাড়ি পীরগঞ্জের মকিমপুরে বিভিন্ন ম্যুরাল তৈরী করে বিভিন্ন স্থানে স্থাপন করেন। তার গ্রামের বাড়িতে কোনো লোকজন থাকেন না। রাতের আধারে কেউ কিছু করে থাকলে তারা তা জানেন না।

ভাস্কর অনিক রেজার সহকারী টগর জানান, শুক্রবার রাতে কে বা কারা ভাস্কার্যটা ভেঙ্গে ফেলেন ভাস্কর্যটিতে পায়ের চিহ্ন এবং লাঠি দিয়ে খোঁচানের চিহ্ন রয়েছে। তিনি পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের ভাস্কর্যে চিহ্নগুলো দেখান।

সোমবার রাতে ঘটনা এএসপি সার্কেল হাফিজুর রহমান, পীরগঞ্জ আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানা পুলিশ প্রশাসন এবং র‌্যাব প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করন। মেয়র জানান, মকিমপুর তথা গোটা পীরগঞ্জে কোনো দুর্বৃত্ত নাই, সঠিক তথ্য খুব শীঘ্রই জনগনের সামনে উম্মোচিত হোক এটাই আমাদের পীরগঞ্জ বাসীর দাবী। এ পীরগঞ্জ ডঃ ওয়াজেদ মিয়ার জন্মভুমি ,মানণীয প্রধানমন্ত্রীর শশুর বাড়ি এ আসনের বর্তমান সাংসদ স্পিকার এ জায়গায় এ ধরনের ঘটনা ঘটিয়ে কেউ ছাড় পাবে না।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম নিশ্চিত করেছেন। ওসি রেজাউল করিম জানান, ঘটনা রহস্যজনক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১