বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৮

মামুন হত্যা মামলার আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ হত্যার মূল হোতা মোহাম্মদ ওমর সংগৃহীত ছবি


চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগর (২৪) হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

সোমবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ ওমর। তার বাড়ি কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায়। তার বাবার নাম মফজল আহমদ। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। 

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম জানান, কিশোরগঞ্জের কুলিয়াচর এলাকায় আত্মগোপরে ছিল ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার আসামি ওমর। প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করা হয়। এরপর তাকে গ্রেফতারে কিশোরগঞ্জে অভিযান চালায় পুলিশ। সোমবার বিকেলে পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। 

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার শাহ মীরপুর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগরকে। ২৭ সেপ্টেম্বর রাতে মামুনের ভাই মোঃ ইয়াছিন বাদী হয়ে আলী নুর, আজম, আলী আজগর, মোঃ ওমর ও শাহনূরসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১