বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৮

১০ দিনের ই-কমার্স উৎসব শুরু

মূল্যছাড়সহ বিভিন্ন আয়োজনে ১০ দিনের ই-কমার্স উৎসব শুরু হয়েছে সংগৃহীত ছবি


কোটি টাকার উপহার, ফ্রি ডেলিভারি, ব্যাপক মূল্যছাড়সহ বিভিন্ন আয়োজনে ১০ দিনের ই-কমার্স উৎসব শুরু হয়েছে। গতকাল সোমবার থেকে দেশি ১০টি ই-কমার্স কোম্পানির অংশগ্রহণে ‘১০-১০ মেগা শপিং ফেস্টিভ্যাল’ নামে এ উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত। আজকের ডিল, প্রিয়শপ, বাগডুম, রকমারি, পিকাবু, অথবা, হাংরিনাকি, সেবা এক্সওয়াইজেড, এনআরবি বাজার এবং খাস ফুডে চলবে এ উৎসব।

অনলাইন শপিংকে জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে দেশি কোম্পানিগুলো সম্মিলিতভাবে এ উৎসবের আয়োজন করেছে। ক্রেতারা এখন সারা দেশে বিনামূল্যে যেকোনো পণ্য ডেলিভারি পাচ্ছেন। বিভিন্ন পণ্যে ৫০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড় রয়েছে। এছাড়া মোবাইল পেমেন্টে অর্থ পরিশোধে পাওয়া যাচ্ছে ১০ থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা।

আর ১০ ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনে লটারির মাধ্যমে ১০০ জন গ্রাহক পাবেন উপহার। এতে থাইল্যান্ডের রিটার্ন বিমান টিকেট, টিভি, স্মার্টফোনসহ নানা উপহার দেওয়া হবে।

এই ১০ দিন যেকোনো ১০ ক্রেতার ফরমায়েশের পণ্য নিয়ে দুয়ারে হাজির হবেন কোম্পানিগুলোর প্রধান নির্বাহীরা। দেশি ই-কমার্সের প্রতি ক্রেতাদের আস্থাকে মজবুত করতে প্রতিষ্ঠানগুলোর একত্রে প্রথম কোনো আয়োজন এটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১