আপডেট : ০২ October ২০১৮
দেশের বাজারে এলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত নকিয়া ৬.১ প্লাস। গতকাল আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল। স্মার্টফোনটিতে আছে বহুমাত্রিক ডিসপ্লে, যার মাধ্যমে একই সঙ্গে করা যাবে অনেক কাজ। স্মার্টফোনটিতে আছে ৫.৮ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ১৯:৯। ডিসপ্লের সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর, যা দেবে দ্রুতগতির পারফরম্যান্স। স্মার্টফোনটিতে থাকছে ১৬ মেগাপিক্সেল ও মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর রিয়ার ক্যামেরায় রয়েছে ডেপথ সেন্সিং ইমেজিং প্রযুক্তি, যার মাধ্যমে বোকেহ ইফেক্ট ব্যবহার করে ছবি তোলা যাবে এবং ছবি তোলার পরও ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়া যাবে। এছাড়া স্মার্টফোনটিতে আছে বোথি মোড, যার মাধ্যমে একই সঙ্গে ফ্রন্ট ক্যামেরা ও রিয়ার ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা যাবে। ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট বিল্টইন স্টোরেজ ক্যাপাসিটি। ৩০৬০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি ও ইউএসবি-সি টাইপ পোর্ট থাকছে নকিয়া ৬.১ প্লাসে। স্মার্টফোনটির দাম ২৭ হাজার ৯৯০ টাকা। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১