বাংলাদেশের খবর

আপডেট : ০২ October ২০১৮

সূর্যমুখীতে মৌমাছির আশার আলো

সূর্যমুখীর পরাগরেণুভোজী মৌমাছিদের স্বাস্থ্যও তুলনামূলক অনেক ভালো থাকে ছবি : ইন্টারনেট


বিশ্বজুড়ে মৌমাছিদের সংখ্যা যে হারে কমছে তাতে করে অনেক উদ্ভিদ ও ফসলের পরাগায়ন ভয়ঙ্কর রকমের প্রতিবন্ধকতার মুখে পড়তে পারে বলে বিভিন্ন সময়ে সতর্ক করেছেন গবেষকরা। আসন্ন সেই অবস্থা থেকে মুক্তির জন্য কীটনাশক ব্যবহারের কড়াকড়ি আরোপ করেছে বিশ্বের অনেক দেশ। তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা স্টেট বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক মৌমাছির সংখ্যা বৃদ্ধির নতুন এক উপায় খুঁজে পেয়েছেন। তারা দেখেছেন, যেসব মৌমাছি বা ভ্রমর সূর্যমুখী ফুলের পরাগরেণু খাবার হিসেবে খায় তাদের শরীরে সংক্রমণের আশঙ্কা কমে। শুধু তাই নয়, সূর্যমুখীর পরাগরেণুভোজী মৌমাছিদের স্বাস্থ্যও তুলনামূলক অনেক ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, যেসব মৌমাছি বাকহুইটের পরাগরেণু খায় তাদের তুলনায় চার গুণ বেশি জীবনীশক্তি হয় সূর্যমুখীর পরাগরেণু খাওয়া মৌমাছিদের। পরীক্ষাগারে করা এই গবেষণাটি শিগগিরই বড় পরিসরে করার কথা সায়েন্স ডেইলিকে জানিয়েছেন গবেষক দলের অন্যতম সদস্য ও বিশ্ববিদ্যালয়টির পিএইডি গবেষক জোনাথন গিয়াকমিনি। তার আশা সব প্রজাতির মৌমাছির জন্য একটা আশার আলো জ্বালতে সক্ষম হবেন তিনি ও তার দল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১