আপডেট : ০১ October ২০১৮
সাফ ব্যর্থতা ঘোচাতে নিজেদের সেরাটা দিয়েই লাওসকে হারিয়ে সেমি ফাইনালের পথে এক পা এগিয়ে রাখলো লাল-সবুজ জার্সি-ধারীরা। ছয় দেশের জাতীয় দলের অংশগ্রহণে আজ সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসরের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় বাংলাদেশ দলের বিপক্ষে নামে লাওস। উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোলটি করেন বিপলো। এই টুর্নামেন্টে লাওস যদি বুধবারে ফিলিপাইন্সের বিরুদ্ধে হারে বা ড্র করে তাহলে শুক্রবারে গ্রুপ বি এর ম্যাচে ফিলিপিন্সের মুখোমুখি হবার আগেই সেরা চারে পৌছে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবারের আসরে স্বাগতিকরা ছাড়াও অংশ নিচ্ছে লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান ফুটবল দল। টুর্নামেন্টের খেলা হচ্ছে দুই গ্রুপে। এক গ্রুপে বাংলাদেশ, লাওস এবং ফিলিপাইন এবং অন্য গ্রুপে ফিলিস্তিন, নেপাল ও তাজিকিস্তান। ৯ ও ১০ অক্টোবর সেমিফাইনাল হবে কক্সবাজারে। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ফাইনাল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১