বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৮

নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংগৃহীত ছবি


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।  

তিনি বলেন, জাতীয় নির্বাচনে না এলে দল হিসেবে বিএনপি’র অস্তিত্বই থাকবে না। এটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই।

আজ সোমবার সিলেটের জেলা প্রশাসন কার্যালয়ে জেলার বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে। তাদের নিয়ে নির্বাচন হবে।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। বর্তমানে দেশে যে ধরনের নির্বাচন ব্যবস্থা বিদ্যমান আছে, এর চেয়ে উত্তম নির্বাচন ব্যবস্থা সম্ভবপর নয় বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন।

আওয়ামী লীগের দাবির মুখে ২০০৮ সাল থেকে ছবিযুক্ত ভোটার তালিকা হয়। এখন নির্বাচনে জালজালিয়াতির কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

বিএনপির নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিএনপি’র মহাসচিব ফখরুল সাহেবের কথায় নমনীয় সুর রয়েছে। তিনি প্রতিদিন একই কথা বলছেন- নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। ফখরুল সাহেব এসব দাবি করতেই পারেন। তবে এটা (তত্ত্বাবধায়ক সরকার) আর হবে না।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১