আপডেট : ০১ October ২০১৮
না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণারাজ কাপুর। আজ সোমবার ভোর ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। খবরটি নিশ্চিত করেছেন কৃষ্ণার ছেলে রণধীর কাপুর। গণমাধ্যমকে তিনি বলেন, ‘সোমবার ভোর পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হয়ে আমার মা কৃষ্ণা রাজ কাপুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত সমস্যা ছিল তার। আমরা গভীরভাবে শোকাহত।’ কৃষ্ণারাজ কাপুরের মৃত্যু খবর শোনার পর শোকের মাতম উঠেছে বলিউড পাড়ায়। বলিউড তারকাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন শোক বার্তা। অনুপম খের টুইট করেছেন, ‘কৃষ্ণাজির আত্মার শান্তি কামনা করি।’ আমির খান লিখেছেন, ‘রাজ কাপুর ছিলেন সিনেমা তৈরির ইনস্টিটিউশন। আর কীভাবে জীবনে বাঁচতে হয় তার প্রতিষ্ঠান ছিলেন কৃষ্ণাজি।’ সোহা আলি খান লিখেছেন, ‘আমি যে কয়েকবার ওনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি, তা আমার স্মৃতিতে থাকবে।’ ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ১৯৪৬ সালে রাজ কাপুরকে বিয়ে করেন কৃষ্ণা মালহোত্রা। বিয়ের পর থেকেই তার নামের সঙ্গে যুক্ত হয় কাপুর। রাজ-কৃষ্ণার সংসারে তাদের পাঁচ সন্তানের মধ্যে রয়েছেন, তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজিব কাপুর এবং দুই মেয়ে ঋতু ও রীমা। ঋষি কাপুর এবং নীতু কাপুরের বড় মেয়ে ঋদ্ধিমা কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন। সেখানে পরিবারের অন্যদের সঙ্গে কৃষ্ণারাজ কাপুরকে দেখা যায় প্যারিস ভ্রমণে। ঋদ্ধিমা কাপুর ইনস্টাগ্রামে দাদির সঙ্গে আরও দুটো ছবি শেয়ার করে লিখেছেন, তোমাকে ভালোবাসি। তোমাকে সব সময় ভালোবাসবো-আরপি দাদি। এদিকে কাপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণারাজ কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইতে চেম্বুর শ্মশানে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১