বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৮

বেলকুচিতে ব্যস্ততম সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

চলছে প্রতিমা তৈরির শেষ মুহূতের্র কাজ ছবি : বাংলাদেশের খবর


হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বেলকুচি উপজেলার  প্রতিমা শিল্পীরা। এ বছর বেলকুচিতে ৬০ থেকে ৭০ টি পূজামণ্ডপ হবে বলে ধারণা করা হচ্ছে। নিতাই পাল,কার্তিক চন্দ্র পাল, গণেশ কুমার পাল, অরুণ পাল ও সুশীল পাল সহ ১৫ থেকে ২০ জন প্রতিমা শিল্পী প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ  ঘুরে দেখা গিয়েছে  শিল্পীরা প্রতিমা তৈরির শেষ মুহূতের্র কাজ করছেন। কেউ দেবীর গায়ে দিচ্ছেন তুলির আঁঁচড় আবার কেউ ব্যস্ত প্রতিমার গায়ে কাঁদা মাটির প্রলেপ লাগাতে। প্রতিটি মন্ডপে আলোকসজ্জাসহ রাস্তাঘাটে গেট তৈরিসহ বিভিন্ন সাজসজ্জায় বর্ণিল রুপ তুলে ধরতে চেষ্টা করছে পূজা উদযাপন কমিটিগুলো।

উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, ‘গত বছরের তুলনায় এবছর বেড়েছে পূজা মন্ডপের সংখ্যা। গত বছর আমাদের উপজেলায় পূজা মন্ডপের সংখ্যা ছিলো ৫৮টি আর এ বছর  আমরা আশা করতেছি মন্ডপ সংখ্যা গিয়ে দাড়াবে ৭০টি। জাতি, ধর্ম,বর্ন নির্বিশেষে সকলের সহযোগীতায় ও সকলের উপস্থিতিতে মহা উৎসবের সাথে শারদীয় দূর্গা পুজা পালন করতে পারবো বলে আমি বিশ্বাস করি’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১