বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৮

আড়াইহাজারে গৃহবধূর লাশ উদ্ধার

হত্যার অভিযোগ পরিবারের

নারায়ণগঞ্জ ম্যাপ


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নাসরিন আক্তার (২৪) নামে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী গ্রামে ওই লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত পরিবারের অভিযোগ নাসরিন আক্তারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নাসরিনের বাবা নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, তার মেয়ের সঙ্গে প্রায় ২ বছর আগে আড়াইহাজার উপজেলার লষ্করদী গ্রামের খেজমত আলীর ছেলে মঞ্জুর হোসেনের (৩০) বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেবর দেলোয়ার হোসেন প্রায়শই নাসরিনকে উত্ত্যক্ত করতো। নাসরিন এর প্রতিবাদ করলে দেবর নিজেও তাকে মারপিট করতো এবং স্বামী মঞ্জুরকে দিয়েও মিথ্যা অভিযোগ সাজিয়ে অত্যাচার নির্যাতন করাতো। রোববার রাত ৮টার দিকে নিহতের শ্বশুরবাড়ী থেকে ফোন করে জানানো হয় তার মেয়ে মারা গেছে। তিনি ঘটনাস্থলে এসে দেখেন তার মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে এবং নিহতের নাক মুখ এবং হাত পা সহ দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন এবং নির্যাতনের ছাপ। স্বামীর পরিবারের সকল সদস্য এরই মধ্যে বাড়ী ছেড়ে পালিয়ে যায়। সোমবার সকালে পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকেই মর্গে পাঠিয়ে দেয়।

নিহতের পিতার অভিযোগ, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরী করার সময় হত্যা করার মত কোন আলামত পাইনি। তাই আপাতত একটি অপমৃত্যু মামলা নিচ্ছি। ময়না তদন্তের পর নিশ্চিত হতে পারলে হত্যা মামলা নিব।
আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, ময়না তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১