আপডেট : ০১ October ২০১৮
আঙুলের ইনজুরির কারণে দুই দিন হাসপাতালে থাকার পর গতকাল বাসায় ফিরেছেন সাকিব আল হাসান। প্রথম দফায় ফুলে যাওয়া আঙুলে অস্ত্রোপচার হয়েছে। তবে মূল অস্ত্রোপচার হবে তিন মাস পর। মানে, ঘরের মাঠে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পান সাকিব। তবে এদিনই সাকিবকে দেখতে হাসপাতালে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুজনেই সাকিবের শরীরের ব্যাপারে খোঁজখবর নেন। আঙুলের চোট নিয়ে পাকিস্তানের সঙ্গে বাঁচা-মরার ম্যাচের আগেই দেশে ফিরেছিলেন সাকিব। কিন্তু ক্ষত বেড়ে যাওয়ায় ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। আঙুল ফুলে যাওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে প্রথমেই পুঁজ বের করে অপারেশন করা হয়। বাসায় থাকলেও অ্যান্টিবায়োটিক চলবে সাকিবের। এরপর দেওয়া হয় অ্যান্টিবায়োটিক। এর মধ্যে আঙুলের সংক্রমণ পুরোপুরি সারলে হবে অস্ত্রোপচার। তবে সেই অস্ত্রোপচার নিউইয়র্ক, অস্ট্রেলিয়া না অন্য কোথাও হবে, তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১