আপডেট : ০১ October ২০১৮
জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্যরা তাকে শুভেচ্ছা জানান। এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফেরার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দর এলাকায় হোটেল সফিটালে প্রায় ১০ ঘণ্টা বিশ্রাম নেন। পরে স্থানীয় সময় রবিবার বিকাল ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা হন। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১