আপডেট : ২৯ September ২০১৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক(সম্মান) শ্রেণির ১ম বর্ষের ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ও বিকালে দুই শিফটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায়, ইউনিট-১ থেকে মোট ২৬,৪১৪ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়। সকালের শিফটে বিজোড় রোলধারী এবং বিকালের শিফটে জোড় রোলধারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বর্ণনামূলক লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পরীক্ষার হল পরিদর্শন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১