আপডেট : ২৯ September ২০১৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার শুরু হবে। এ বছর ২ হাজার আসনের বিপরীতে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন আবেদন করেছে। ২ অক্টোবর জীববিজ্ঞান অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর ‘ডি’ ইউনিটের অবশিষ্ট বিষয়ের পরীক্ষা এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিটিউটভূক্ত ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার তথ্য ও বিস্তারিত সূচি www.ju-admission.org থেকে জানা যাবে।
ভর্তি পরীক্ষার প্রথম দিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটের বাকি বিষয়ের পরীক্ষা এবং আইআইটিভূক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় ভর্তি পরীক্ষার প্রথম শিফট শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১