আপডেট : ২৯ September ২০১৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর নামকরণ করা হবে শেখ হাসিনা পদ্মা সেতু। আজ শনিবার দুপুরে শরীয়তপুরের নাওডোবা পদ্মা প্রান্তের সিনোহাইড্রোর জাজিরা ঘাটে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে সরে যাওয়ার পর নিজস্ব অর্থায়ণে সেতু নির্মাণের সাহস দেখায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সাহসের সোনালি ফসল পদ্মা সেতু দৃশ্যমান। তার একক অবদানের জন্য এই সেতু নির্মিত হচ্ছে। কারো সাহায্য ছাড়া সেতু নির্মাণ হবে স্বপ্নেও ভাবতে পারিনি। তাই পদ্মা সেতুর নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছি 'শেখ হাসিনা পদ্মা সেতু'। তিনি বলেন, পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫৯ শতাংশ ও মূল সেতুর অগ্রগতি ৭০ শতাংশ। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প এলাকায় এসে ৬০ শতাংশ কাজের উদ্বোধন করবেন। ওবায়দুল কাদের আরো বলেন, পদ্মা সেতুর কাজ সঠিক সময়ে সম্পন্ন হতো। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে। এ সময় মন্ত্রীর সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১