বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪


ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে পাঁচ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ আঘাত হানার একদিন পর মৃতের এ সংখ্যার কথা জানানো হলো।

দেশটির দুর্যোগ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভূমিকম্প ও সুনামির ফলে এ পর্যন্ত ৩৮৪ জনের প্রাণহানি ঘটেছে এবং এতে ৩৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

এদিকে দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগোরো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় আমরা আমরা হালনাগাদ তথ্য পাচ্ছি না।  সুনামির কারণে উপকূলীয় এলাকায় বহু মানুষের মৃতদেহ পাওয়া যেতে পারে। তবে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।’

গতকাল দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় পাঁচ ফুট উচ্চতার ওই সুনামির ঘটনা ঘটে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ঘটনায় তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১