আপডেট : ২৯ September ২০১৮
চাঁদপুরের কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাত ২টার সময় উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের কাদলা বাজার সেতুর সামনে থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২ ব্যাগে ৫ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাজমঙ্গলপুর গ্রামের আলেক মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৬) ও অরুন্যপুর গ্রামের মৃত আবদুল গনির ছেলে মো. জামাল মিয়া (২৭)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২৮। কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে কচুয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। কচুয়ায় মাদক নির্মূলে আমরা নিরলসভাবে কাজ করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১