বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

আট বছর পর

নুসরাত ইমরোজ তিশা সংগৃহীত ছবি


একসঙ্গে নাচে প্রথমবার অংশ নিয়েছেন ঢাকাই শোবিজের জনপ্রিয় মুখ ইমন ও তিশা। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি করপোরেট অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছেন তারা।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ইমন বলেন, ‘তিশার সঙ্গে প্রথমবার বড় একটি শো করলাম। এর আগে আমরা শো করিনি। টানা ১০ মিনিটের একটা পরিবেশনা ছিল আমাদের। ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় নাচ করেছি আমরা।’

তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো উল্লেখ করে ইমন আরো বলেন, ‘এত বড় একটি আয়োজনে তিশাকে বিপরীতে পেয়ে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শক আমাদের পরিবেশনাটি উপভোগ করেছেন।’

দীর্ঘ আট বছর পর মঞ্চে নৃত্য পরিবেশন করলেন নুসরাত ইমরোজ তিশা। তিনি জানান, নাটক ও সিনেমায় ব্যস্ততার কারণে দীর্ঘদিন মঞ্চে নাচ করা হয়নি। এ অনুষ্ঠানের আগে কয়েক দিন সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিশা। যথেষ্ট সময় নিয়ে নাচের রিহার্সেলও করেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১