আপডেট : ২৯ September ২০১৮
চলছে প্যারিস ফ্যাশন উইক। নেইমারের প্রেমিকা ব্রাজিলিয়ান অভিনেত্রী ও মডেল ব্রুনা মারকুয়েজিনও আছেন প্যারিসে। তাহলে কী আর ঘরে বসে থাকা যায়? ফ্যাশন তো তাকে ডাকবেই। মেগাস্টার নেইমারও আছেন খোশ মেজাজে। ছন্দে আছেন মাঠের লড়াইয়ে। পাচ্ছেন গোল। শত ব্যস্ততার মাঝেও গ্ল্যামারাস বান্ধবী মারকুয়েজিনের মন রাখতে সেলেসাও স্ট্রাইকার সময় বের করলেন। সেলেব্রিটি জুটির সঙ্গী হয়ে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সতীর্থ দানি আলভেজও। তিনজন মিলেই উপভোগ করলেন অফ হোয়াইট-সামার ২০১৯ ফ্যাশন শো। তারই ফাঁকে দুজনে হলেন ক্যামেরার ফ্রেমবন্দি। ফরাসি লিগ ওয়ানে শতভাগ জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ নিসের মাঠে যাচ্ছে পিএসজি। লিগ ম্যাচকে সামনে রেখে নেইমার মনটা সতেজ করলেন ঘোরাঘুরি করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১