বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

চরমোনাই পীর বললেন

আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি করব না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম সংগৃহীত ছবি


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, নীতি-আদর্শ বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন কোনো রাজনীতি করবে না। ইসলামী শাসন প্রতিষ্ঠায় কেউ আগ্রহী হলে তাদের সঙ্গেই জোট বা সমঝোতা হবে।

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পূর্ব শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করিম বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল জোট মহাজোটের সমীকরণ নিয়ে ব্যস্ত। দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। এ থেকে বের হয়ে আসতে না পারলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ হবে না। শান্তি ও মুক্তি পেতে হলে প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ইসলামী শাসনে ফিরে আসতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হুসাইন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সাবেক মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, দলের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১