আপডেট : ২৯ September ২০১৮
বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি এবং সহযোগিতার কথা ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সভাকক্ষে স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় গুতেরেস আশা করেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এই নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘বৈঠকে গুতেরেস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বাংলাদেশের জনগণের প্রতি জাতিসংঘের পূর্ণ সংহতি এবং পূর্ণ সহযোগিতা রয়েছে।’ একাধিকবার তার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করে গুতেরেস বলেন, ‘অনেক দেশ এ থেকে শিক্ষা নিতে পারে।’ শহীদুল হক জানান, গুতেরেস শেখ হাসিনার নেতৃত্বের বিশেষ করে রোহিঙ্গা প্রশ্নে তার অবস্থানের প্রশংসা করেছেন। মহাসচিব বলেন, ‘আপনি অনেক রাষ্ট্র ও সরকারপ্রধানের জন্য রোল মডেল হতে পারেন।’ রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলার সময় গুতেরেস বলেন, ‘মিয়ানমার সরকারের উচিত যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে যথাযথ পুনর্বাসন শুরু করা।’ বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের বিভিন্ন বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন। গুতেরেস ঐক্যবদ্ধভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ইস্যুতে নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখতে শেখ হাসিনাকে অনুরোধ জানান। একই দিন আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মৌরার সভাকক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে আইসিআরসি কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে দৃঢ় ভূমিকা পালন করতে সংস্থাটির প্রতি আহ্বান জানান। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের প্রেসিডেন্ট ফার্নান্দ ইস্পিনোসা গ্রাসেস তার দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বাসস।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১