বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৮

লিটনের এ কেমন আউট

লিটন দাসকে এ কেমন আউট দিলেন আম্পায়ার ছবি


বাংলাদেশের প্রতিপক্ষ যখন ভারত, তখন বিতর্কিত সিদ্ধান্ত আসবে না, তা কী করে হয়। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে রুবেলের বলে আউট হয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু পরে দেওয়া হয় নো বল। বেঁচে গেলেন রোহিত। আবার বাউন্ডারি লাইনে ধাওয়ানের রশি স্পর্শ করা ছক্কা আম্পায়ারের বদৌলতে হয়ে গেল আউট। আগের সব অবাক করা ঘটনা পেছনে ফেলে গত রাতে আরেক দৃশ্য দেখল ক্রিকেট বিশ্ব। টিভি আম্পায়ার রড টাকারের নির্লজ্জ পক্ষপাতিত্বের বলি বাংলাদেশের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস।

গতকাল এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে লিটন-মিরাজ করেন ১২০ রান। এরপর বিপর্যয়, ১৫১ রানে নেই ৫ উইকেট। কিন্তু তারপরও সৌম্যকে নিয়ে হাল ধরেন সেঞ্চুরি করা লিটন দাস। আগাচ্ছিলেন বড় স্কোরের পথে। কিন্তু থার্ড আম্পায়ারের একটি ভুল সিদ্ধান্ত সব যেন শেষ করে দেয়। লিটনের বিদায়ে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশও।

ঘটনাটি ৪১তম ওভারে। কুলদিপ যাদবের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি লিটন। বলটি ধরে সঙ্গে সঙ্গেই স্টাম্প ভেঙে দেন কিপার ধোনি। আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কল করেন।

টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার। বারবার রিপ্লে দেখা হলো। দেখা হলো ম্যাগনেটিক গ্লাস দিয়েও। যতটা বুঝা গেল, লিটনের পা ক্রিজের মধ্যেই ছিল, নট আউট। ধারাভাষ্যকাররাও বারবার বলছিলেন, বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষেই থাকার কথা। কিন্তু রেজাল্ট ভিন্ন। টিভি আম্পায়ার রড টাকার টিপে দিলেন আউটের লাল বাতি।

সবাই তো রীতিমতো বিস্মিত আম্পায়ারের সিদ্ধান্তে। লিটনের এমন আউট নিয়ে সরগরম মিডিয়াও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে রড টাকারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১