বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৮

মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাঁজা ভর্তি প্রাইভেটকার ও দুই মাদক ব্যবসায়ী আটক ছবি : বাংলাদেশের খবর


হবিগঞ্জ জেলার মাধবপুরে ৫৫ কেজি গাঁজাসহ প্রাইভেটকার করা হয়। এ সময় সংঘবদ্ব মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার চরউম্মা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০)।

ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, তার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের তেলিয়াপাড়ার শুক্রবার সকাল ১০টায় ব্যারিকেট দিয়ে গাঁজা ভর্তি প্রাইভেটকারটি আটক করে । পরে কারের ভেতর থেকে ৫৫ কেজি গাঁজা জব্দ করে। পাচারের সাথে জড়িত থাকায় সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আল আমিন (২৬) ও হবিগঞ্জ সদর উপজেলার চরউম্মা গ্রামের ইসহাক মিয়ার ছেলে ফজল মিয়া (৪০) কে গ্রেফতার করে পুলিশ।

ওসি চন্দন কুমার চক্রবর্তী আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে উৎপেতে ছিল। এব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১