বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৮

সহিংসতার চেষ্টা করলে অচল হয়ে যাবে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


আন্দোলনের নামে দেশ অচলের চেষ্টা করলে বিএনপিই অচল হয়ে যাবে এমন হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দ্বারে দ্বারে গণসংযোগ করে নৈরাজ্য মোকাবিলার আহ্বান জানাবে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের রিকশা ভ্যান বিতরণ কর্মসূচির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখি। এমন মূহুর্তে বিএনপির আন্দোলনের হুমকি ষড়যন্ত্রের অংশ। তিনি জানান, শনিবারের সমাবেশ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়। তবে নৈরাজ্য মোকাবিলায় সতর্ক থাকবে আওয়ামী লীগ।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের রিকশা ভ্যান বিতরণ কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১