আপডেট : ২৮ September ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন আজ। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রীকে নিয়ে করা গান। ‘জনতার মঞ্চে’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল বঙ্গবন্ধু সংস্কৃতি বিশ্ব ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি আসলাম সানী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ‘জনতার মঞ্চে’ গানটি প্রকাশ করা হয়। কবি কাজী রোজী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াসসহ আরো অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১