আপডেট : ২৮ September ২০১৮
টাঙ্গাইলের নাগরপুর ও মির্জাপুর উপজেলার সিমান্তবর্তী বারিন্দা বাজার সংলগ্ন পুখুরিয়া সন্দিতারা এলাকা থেকে ৩৫ পিছ ইয়াবা ও নগদ অর্থসহ মাইনুল ইসলাম (মামুন) (২৪) নামের এক পুলিশ সদস্য ও সজিব মিয়া (২২) কে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, বুধবার দিবাগত রাতে পার্শ্ববর্তী মির্জাপুর থানার এস আই সফিকুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে নাগরপুর থানার অর্ন্তগত সন্দিতারা রাস্তার পাশ থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা চরবিলসা গ্রামের আব্দুল মজিদের ছেলে মাইনুল ইসলাম মামুন ও আব্দুল খালেকের ছেলে সজিব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরপুর থানায় প্রেরন করে মির্জাপুর থানা পুলিশ। পরে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১