বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৮

মতলব উত্তরে ডিস ব্যবসার দ্বন্দ্বে সাবেক ইউপি সদস্য নিহত

চাঁদপুর ম্যাপ


চাঁদপুরের মতলব উত্তরে ডিস ব্যবসার দ্বন্দ্বে ১জন নিহত হয়েছে। নিহত জামাল উদ্দিন (৬০) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় নন্দলালপু গ্রামের বেড়িবাঁধ এলাকায় দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্বের জের ধরে কথা কাটাকাটি হয়। এতে ডিস ব্যবসায়ী মনির বেপারি (৫০) সাবেক ইউপি সদস্য জামাল হোসেন বেপারি কে ঘুষি মারলে ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।

ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি দেখে দাউদকান্দি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল হোসেন বেপারী কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মতলব উত্তর থানায় ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছে নিহতের ছোট ছেলে কাউসার আহমেদ। যার মামলা নং ২০।

এ ঘটনায় মতলব উত্তর থানার ওসি কবির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের আটকের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১