বাংলাদেশের খবর

আপডেট : ২৮ September ২০১৮

সাতক্ষীরায় আইজিপি

নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সংরক্ষিত ছবি


পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, কোনো নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। এ কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা স্টেডিয়ামে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, মহান স্বাধীনতাযুদ্ধের সময় পুলিশ সদস্যরাই প্রথম রাজারবাগে প্রতিরোধ গড়ে তুলেছিল। পাকিস্তান বাহিনীর মোকাবেলার জন্য অস্ত্রাগারগুলো মুক্তিযোদ্ধাদের জন্য খুলে দিয়েছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি।

পুলিশপ্রধান বলেন, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে নেমেছি। আমরা একটি সুখী সমৃদ্ধিশালী সোনালি দিনের অপেক্ষা করছি। কোনো পুলিশ সদস্যও যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা জিতবই।

সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, নৌ-পুলিশের অতিরিক্ত ডিজি (ঢাকা) মারুফ হাসান, খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) নিশ্চিন্ত পোদ্দার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন, ৩৩ বিজিবির অধিনায়ক মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১