আপডেট : ২৭ September ২০১৮
আগামী দুই বছরের মধ্যে রাজধানীকে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার নগর ভবনে মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত গণ-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, কমিটির প্রধান কাজ হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যে রুট রেশনালাইজ করে শহরের বাসগুলো নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলাচলের ব্যবস্থা করা। তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক এ কাজে যতটুক অগ্রগতি করে গেছেন, সেখান থেকে যদি কোথাও কোনও সংযোজন-বিয়োজন প্রয়োজন হয়, সেটা করেই এগিয়ে যাবে এ কমিটি। আগামী দুই বছরের মধ্যে এ কমিটি একটি নিরাপদ সড়ক উপহার দিতে পারবে। তিনি আরো বলেন, ‘এই কমিটির আজ প্রথম বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। মাননীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে এই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। সকলের সঙ্গে পরিচিতির জন্য আজকের সভা আয়োজন করা হয়েছে।’ মেয়র বলেন, যানজটমুক্ত সড়ক উপহার দেয়ার পাশাপাশি বায়ু দূষণ রোধকল্পে কিভাবে পরিবেশ সম্মত যান পরিচালনা করা যায়, তা নিয়েও কাজ করবে এ কমিটি। তিনি রাজধানীবাসীকে তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানান। সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের মতামত আহ্বান করে মেয়র আরও বলেন, বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক ও শিক্ষার্থীরাও যদি কোনও পরামর্শ দেন, তাহলে সেগুলো বিশদভাবে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, উন্নত দেশের শহরগুলোর মতো রাজধানীতেও প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে পরিবহনে শৃঙ্খলা ও সড়কে নিরাপত্তাহীনতা দূর করারও চিন্তা-ভাবনা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১