বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৮

তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

গতকাল ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয় ছবি : বাংলাদেশের খবর


তথ্য অধিকার আইন ও সাধারণ মানুষের তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যকরী পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা দিতে এক কর্মশালার আয়োজন করা হয়। 

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তথ্য অধিকার আইন, তথ্য অধিকার আইন অনুসারে তথ্যের জন্য আবেদনের ম্যানুয়াল পদ্ধতি, আইসিটি ব্যবহার করে তথ্য অধিকার আইন অনুসারে তথ্যের জন্য আবেদনের পদ্ধতি, তথ্য অধিকার আইন প্রচারণা ও সম্প্রসারণ নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

ডিনেট ও এফএনএফ(Friedrich Naumann Foundation Bangladesh) সম্মিলিতভাবে এই কর্মশালাটির আয়োজন করে।

এই কর্মশালাটির মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কিত জ্ঞানের স্তর ও আইনটি ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাবে ও অংশগ্রহণকারীরা দেশজুড়ে তথ্য অধিকার আইন অনুসারে তথ্য লাভ সম্প্রসারণের উপায়গুলো চিহ্নিত করতে পারবে বলে আশা করা যাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১