আপডেট : ২৭ September ২০১৮
পাবনায় নিখোঁজের দু’দিন পর এক অটোবাইক চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পৌর এলাকার কালাচাঁদপাড়া এলাকা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেন। নিহত অটোবাইক চালকের নাম মারুফ হোসেন (৪২)। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে। ওসি মাসুদ রানা জানান, গেল সোমবার রাতে ব্যাটারিচালিত অটোবাইক চালক মারুফ হোসেন নিখোঁজ হন। তার সন্ধান না পেয়ে পরদিন মঙ্গলবার সদর থানার একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবারের লোকজন। পরে বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার আলোকদিয়া ব্রিজের নিচে একজনের বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে থানায় গিয়ে মরদেহ মারুফের বলে শনাক্ত করেন নিহতের স্বজনরা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা, কি কারণে আর কিভাবে মারুফকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১