বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৮

একসঙ্গে থাকছেন মিমি-অঙ্কুশ!

অভিনেত্রী মিমি ও অঙ্কুশ ছবি : ইন্টারনেট


মারামারি আর ভালবাসাবাসি। এ এক অন্য রকম বন্ধুতা। পুজোতে আসছে তাদের ছবি ‘ভিলেন’। মিমি আর অঙ্কুশ জোট বেঁধে খুনসুটি করলেন। শোনা গিয়েছে, অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে ছেড়ে এখন মিমির প্রেমে। সেটা বলতেই হেসে উঠলেন দু’জনে। মিমি বললেন, ‘অঙ্কুশ আর আমি একসঙ্গে থাকি। সকালে উঠে আমায় না দেখলে ওর চলেই না!’ এ সময় অঙ্কুশ রীতিমতো চিৎকার করে মিমিকে থামিয়ে বললেন, ‘আমায় সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে দিয়েছে কিন্তু!’ কথা শুনেই মিমি তেড়ে গেলেন তার হিরোর দিকে। চলতে লাগল মারপিট।

মিমি আরো বললেন, ‘আমার জন্য বাড়ি তৈরি করেছে অঙ্কুশ। গ্যাংটকে।’ অঙ্কুশ বলেন, ‘আসলে ওকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। মাথা গরম তো।’

দু’জনেই চান তাদের পরিশ্রম করে তৈরি ‘ভিলেন’ দর্শক হলে গিয়ে দেখেন। অঙ্কুশ বলেন ‘যারা আজও হলে গিয়ে সিনেমা দেখে সিটি বাজাবেন, হাসবেন, মজা করবেন, তাদের জন্য ভিলেন।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১