বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৮

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে রংপুর যুবলীগ সভাপতি নিহত

রাশেদুজ্জামন জুয়েল ছবি : সংগৃহীত


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান জুয়েল নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আহত হয়েছেন দুইজন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধ সেতু মহাসড়কের ভূঞাপুরলিংক রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত জুয়েল রংপুর সদরের মুন্সীপাড়া এলাকার মোসাদ্দেক হোসেনের ছেলে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, রংপুর থেকে মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন রাশেদুজ্জামান জুয়েল । পথে মাইক্রোবাসটি বঙ্গবন্ধু মহাসড়কের ভূঞাপুর লিংক রোডের কাছে পৌঁছালে উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। এ ঘটনায় আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১