আপডেট : ২৭ September ২০১৮
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে সোলায়ামান সবুজ ওরফে পিচ্চি (২৫) নামে একজন নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, নিহত সবুজের বিরূদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৮টি মামলা রয়েছে। ওসি সদীপ কুমার দাশ জানান, বুধবার রাত সাড়ে বারোটার দিকে কাট্টলী বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে ডাকাত সবুজের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে অপু (২৮) নামের একজনকে এসময় গ্রেফতার করা হয়। পরে পুলিশ সেখান থেকে একটি পিস্তল, দু’টি বন্দুক, একটি এলজি, একটি খেলনা পিস্তল ও ৭রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত সবুজের বিরূদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে বলে জানান ওসি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১