আপডেট : ২৭ September ২০১৮
পদ্ম লক্ষ্মী। আমেরিকান লেখিকা, অভিনেত্রী, মডেল ও টিভি ব্যক্তিত্ব। সম্প্রতি নিজের অজানা বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। জানিয়েছেন নিজের তিক্ত অভিজ্ঞতার কথা। মিটু আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে এসব বিষয়ে কথা বলেছেন তিনি। কথা প্রসঙ্গে পদ্ম জানান, ১৬ বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। নির্বিকার হয়ে পুরো সময়টা চুপ করেছিলেন পদ্ম লক্ষ্মী। সম্প্রতি আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের মতামত বিভাগে তিনি লেখেন, ‘১৬ বছর বয়সে প্রথম একটি ছেলের সঙ্গে ডেট করেছিলাম। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল লস অ্যাঞ্জেলেসের পুনেট হিলস মলে। স্কুলে ক্লাস শেষ করে আমরা সেখানে দেখা করতাম। প্রত্যেক দিন ও সেখানেই আমার সঙ্গে প্রেমের ভাণ করত।’ ডেটিংয়ের কয়েক মাস পর নিউ ইয়ারে ও আমাকে ধর্ষণ করে উল্লেখ করে পদ্ম আরো লেখেন, ‘আমরা ঘুরতে গেলে ও আমাদের বাড়িতে আসত। আমার মায়ের সঙ্গে গল্প করত। এভাবে অনেক কাছে চলে এসেছিলাম আমরা। ও জানত আমি ভার্জিন এবং আমি যৌনতার জন্য তখনো প্রস্তুত ছিলাম না।’ পদ্ম জানান, আমেরিকার সুপ্রিম কোর্টে দুজন মহিলার হেনস্তার অভিযোগের ঘটনা সামনে আসতেই তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সামনে চলে আসে। এ ঘটনায় একজন মহিলার ওপর কী ধরনের প্রভাব পড়ে সেটি তিনি জানেন। বছরের পর বছর তিনি নীরবে এ প্রভাব সহ্য করে গেছেন। বাধ্য হয়ে টুইট করে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানান দেন তিনি। পদ্ম লক্ষ্মী নিজেই তার টুইটারে বিষয়টি শেয়ার করেন। আর তাতেই টনক নড়ে ওঠে হলিউডের অনেকের। পদ্মর এ সাহসিকতার প্রশংসা করেছেন হলিউডে তার ঘনিষ্ঠজনদের অনেকেই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১