বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০১৮

সহযোগী কোম্পানির জন্য যন্ত্রপাতি কিনবে কনফিডেন্স সিমেন্ট

কনফিডেন্স সিমেন্টের লোগো সংগৃহীত ছবি


সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের জন্য নতুন ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিলের যন্ত্রপাতি কিনবে কনফিডেন্স সিমেন্ট। এ জন্য কোম্পানিটি চায়না ন্যাশনাল হেভি মেশিনারি করপোরেশনের সঙ্গে ইপি (ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট) চুক্তি সই করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পর্ষদ সভায় সহযোগী কোম্পানিটির এ চুক্তি অনুমোদন করা হয়েছে।

সহযোগী কোম্পানির নতুন সিমেন্ট মিলটিতে প্রতিঘণ্টায় ২৮০ টন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট উৎপাদনের সক্ষমতা অর্জনে চীনা কোম্পানিটির সঙ্গে ইপি চুক্তি সই হয়েছে। প্ল্যান্টে কাঁচামাল প্রবেশ থেকে শুরু করে ব্যাগে বা বাল্কে সিমেন্ট শিপিংয়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি, সরঞ্জাম ও প্রকৌশল সাপোর্ট এ কোম্পানির কাছ থেকে কেনা হচ্ছে। যন্ত্রপাতি স্থাপনের সময় প্রয়োজনীয় সব সেবাও দেবে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১