বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০১৮

জেলিফিশের পেটেও প্লাস্টিক


পেটভর্তি প্লাস্টিক নিয়ে ক্ষুধায় মরছে সামুদ্রিক পাখিরা কিংবা প্লাস্টিকে শ্বাসরোধ হয়ে সৈকতে মরে পড়ে আছে কচ্ছপ- প্লাস্টিক দূষণের শিকার হতভাগা প্রাণীদের নিয়ে এমন শিরোনাম খবরের কাগজের পাতা উল্টালে মাঝেমধ্যেই চোখে পড়ে। পাখি কীট ভেবে খাচ্ছে প্লাস্টিকের ছোট ছোট টুকরা, কচ্ছপ বা মাছও একই ভুল করছে সমুদ্রের তলে।

গবেষকরা একাধিকবার দেখেছেন, স্বচ্ছ বা রঙিন প্লাস্টিকের ছেঁড়া টুকরাকে কচ্ছপ জেলিফিশ ভেবেই খেয়ে ফেলছে। তবে চলতি বছর এপ্রিলের দিকে গবেষকরা যখন ‘জেলিফিশ ভেবে কচ্ছপ বা মাছের প্লাস্টিক খাওয়া’ নিয়ে একটি গবেষণা করছিলেন তখন তারা একটি দৃশ্য দেখে অবাক হয়ে যান। তারা দেখেন, যে জেলিফিশকে খাবার ভেবে অনেক প্রাণী ভুলে প্লাস্টিক খায় সেই জেলিফিশ নিজেই প্লাস্টিক খেয়ে বসে আছে! বিষয়টি চমকের পাশাপাশি গবেষকদের ভয়ও পাইয়ে দেয়। ভূমধ্যসাগর থেকে সংগ্রহ করা ওই জেলিফিশের ভেতরে পাওয়া যায় বিশ্বখ্যাত তামাক কোম্পানি ফিলিপ মরিসন ইন্টারন্যাশনালের তৈরি সিগারেট প্যাকেটের গায়ের প্লাস্টিকের লেবেল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১