আপডেট : ২৬ September ২০১৮
উইন্ডোজ ও ম্যাকের জন্য মাইক্রোসফট অফিস ২০১৯ আনার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মূলত অফিস ৩৬৫-এর মাসিক সাবস্ক্রিপশন ব্যবহার করছে না- এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে এ সংস্করণটি বাজারে আনছে মাইক্রোসফট। গত তিন বছর ধরে অফিস ৩৬৫-এ যে ফিচারগুলো যুক্ত করা হয়েছে, তার সবগুলো মিলিয়েই বাজারে আসবে অফিস ২০১৯। নতুন সংস্করণের মাইক্রোসফট ওয়ার্ডে থাকছে ফোকাস মোড। এর বাইরে থাকছে নতুন ট্রান্সলেটর ফিচার। পাওয়ার পয়েন্টে যুক্ত করা হচ্ছে মর্ফ ট্রানজিশন, এসভিজি এবং থ্রিডি মডেল ব্যবহারের সুবিধা। এতে ৪কে রেজ্যুলেশনের ভিডিও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। পরবর্তী সময়ে বিভিন্ন আপডেটের মাধ্যমে এতে আরো যুক্ত করা হবে এক্সচেঞ্জ সার্ভার ২০১৯, স্কাইপ ফর বিজনেস সার্ভার ২০১৯, শেয়ারপয়েন্ট সার্ভার ২০১৯ এবং প্রজেক্ট সার্ভার ২০১৯। প্রাথমিকভাবে শুধু বাণিজ্যিক গ্রাহকদের জন্যই পাওয়া যাবে অফিস ২০১৯। সাধারণ ব্যবহারকারীরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে সফটওয়্যারটি কিনতে পারবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১