বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০১৮

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ করবে ৯ প্রতিষ্ঠান


গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির ইন্ডাস্ট্রিয়াল জোনে প্লট বরাদ্দ পাওয়া ৯ কোম্পানি প্রায় ১৪০ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোকে জমি বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

মোস্তাফা জব্বার বলেন, বিভিন্ন হাইটেক পার্কে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ সপ্তাহে লন্ডনে সেমিনার, রোড শোসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এ চুক্তির মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো এখানে জমি বরাদ্দ পেয়েছে, তারা হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি পণ্য উৎপাদনের পাশাপাশি বিপিও, ট্রেনিং সেন্টার, ডাটা সেন্টার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রভৃতি উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করবে। এর মাধ্যমে প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৩৫৫ একর জমির ওপর স্থাপিত এ হাইটেক সিটিতে প্রায় এক লাখ লোকের প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে।

তিনি আরো জানান, এরই মধ্যে জনতা সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে বিভিন্ন কোম্পানি বিদেশে সফটওয়্যার রফতানি করছে। ইতোমধ্যে ওই কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করে তাদের প্লটও বুঝিয়ে দেওয়া হয়েছে।

চুক্তি অনুযায়ী আগামী ৪০ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রবি আজিয়াটা, জেনেক্স ইনফোসিস, বিজেআইটি সফটওয়্যার, ফেয়ার ইলেকট্রনিকস, কেডিএস গ্রুপ, ইন্টারক্লাউড, বিজনেস অটোমেশন, নাজডাক টেকনোলজিস এবং জেআর এন্টারপ্রাইজ বিনিয়োগের সুযোগ পাচ্ছে।

এর মধ্যে রবি আজিয়াটা ২.৬ মিলিয়ন ডলার, ফেয়ার ইলেকট্রনিকস ১০ মিলিয়ন ডলার, বিজেআইটি ১০ মিলিয়ন ডলার, কেডিএস গ্রুপ ১০ মিলিয়ন ডলার, ইন্টারক্লাউড ২১ দশমিক ৭১ মিলিয়ন ডলার, জেনেক্স ইনফোসিস ১০ মিলিয়ন ডলার, নাজডাক টেকনোলজিস ৬১ দশমিক ৭ মিলিয়ন ডলার, জেআর এন্টারপ্রাইজ ১০ মিলিয়ন ডলার এবং বিজনেস অটোমেশন ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের প্রথম হাইটেক পার্ক। এখানে কাজ শুরু করার জন্য প্রথম পর্যায়ে প্রাপ্ত ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে ডেভেলপার নিয়োগ করা হয়। পরে পার্ক সংলগ্ন ৯৭ দশমিক ৩৩ একর জমি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের অনুকূলে বরাদ্দ পাওয়া যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১