বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০১৮

ইনস্টাগ্রাম থেকে সরে দাঁড়ালেন দুই সহপ্রতিষ্ঠাতা

ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিয়েগার সংগৃহীত ছবি


ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা পদত্যাগ করেছেন। কেভিন সিস্ট্রম এবং মাইক ক্রিয়েগার সম্প্রতি ফেসবুককে তাদের পদত্যাগের বিষয়ে অবহিত করেছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটি ছাড়বেন বলেও জানিয়েছেন এই দুই প্রতিষ্ঠাতা। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে সিস্ট্রম লিখেছেন, ‘মাইক এবং আমি ইনস্টাগ্রামের আট বছর এবং ফেসবুকের সঙ্গে ছয় বছর কাজ করা নিয়ে কৃতজ্ঞ। ১৩ জন দিয়ে শুরু করে এখন আমাদের হাজারো কর্মী রয়েছে এবং বিশ্বব্যাপী কার্যালয় রয়েছে। এখন আমরা পরবর্তী অধ্যায় শুরু করতে প্রস্তুত।’

বিবৃতিতে তিনি আরো জানিয়েছেন, নতুন কিছু করার জন্য আগের জায়গা থেকে সরে আসতে হয়, কোন কাজটি উৎসাহিত করে তাও বুঝতে হয়, মানুষের কী প্রয়োজন তার সঙ্গে মিলতে হয়।

এ বছরের শুরুর দিকে হোয়াটসঅ্যাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা জ্যান কউম।

উল্লেখ্য, ২০১২ সালে এক বিলিয়ন ডলারে ইনস্টাগ্রাম অধিগ্রহণ করেছিল ফেসবুক। এ সিদ্ধান্তের কারণে সে সময় অনেকেই ফেসবুকের সমালোচনা করলেও এখন মনে হচ্ছে ফেসবুকের জন্য এটি ছিল একটি সময়োপযোগী পদক্ষেপ।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রমেই বাড়ছে ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা। এর সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে আয়ের পরিমাণও বাড়ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১